উপজেলা নির্বাচন কমিশনার জনাব মঞ্জুর হোসেন খান বরাতে দ্বায়িত্বরত নির্বাচন অফিসার মো: দু্লাল দেওয়ান বলেন, ধাপে ধাপে আমরা উপজেলার প্রত্যেক টি ইউনিয়নে ইতোমধ্যে যাদের স্মার্টকার্ড হয়েছে তাদের স্মার্টকার্ড বিতরণ করছি। তিনি আরোও বলেন, যাদের পূর্ববর্তী ভোটার আইডি কার্ড কিংবা ২০০৮ থেকে ২০১৬ সালের মধ্যে যারা ভোটার তালিকা হালনাগাতের আওতাভুক্ত কেবল তাদেই স্মার্টকার্ড দেয়া হচ্ছে। এছাড়া, কেন্দ্রে নির্বাচন কমিশনের ব্যানারে দেখা যায়, ইতোপূর্বে যাদের পুরাতন পরিচয় পত্র হারিয়ে গেছে, কিংবা যাদের ভোটার তালিকা হালনাগাতের সংগ্রহ কৃত টোকেন হারিয়ে গিয়েছে তারা পরিচয়পত্র হারানো ফি বাবদ তিনশত টাকা ও ভ্যাট বাবদ পঁয়তাল্লিশ টাকা মোট তিনশত পঁয়তাল্লিশ টাকা ট্রেজারি চালান করা সত্ত্বে স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন।