সাজ্জাদ স্বদেশী, শরীয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলা শহরে আজ ৩ এপ্রিল সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবীসহ ডিজিটাল সিকিউরিটি আইন নামক কালো আইনে নির্যাতিত সাধারণ মানুষ, কার্টুনিস্ট, সাংবাদিকদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শরীয়তপুর জেলা সংসদ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামান শামসের নামে দায়েরকৃত হয়রানি মামলা মূলক প্রত্যাহার করা সহ সাংবাদিক শামসুজ্জামান শামসকে নিঃশর্ত মুক্তি দেয়া সহ, সাংবাদিকদের বিরুদ্ধে চলমান নিপীড়ন নির্যাতন বন্ধ করার আহব্বান জানিয়েছে বিক্ষোভ কর্মসূচিতে। এছাড়াও উক্ত বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা কাগজসহ যাবতীয় শিক্ষা উপকরণের দাম কমানো,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সহ শিক্ষা খাতে নানার দূর্নীতি ও অসংহতি তুলে ধরে, সেগুলোর সঠিক সমাধান আশা করেন সরকারের কাছ থেকে। আজ সোমবার শরীয়তপুর জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বেলা ১১ টায় উক্ত বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শরীয়তপুর জেলা সংসদ। এসময় উপস্থিত ছিলেন জেলা সংসদের নেতৃবৃন্দ সহ জেলার অন্যান্য উপজেলা থেকে আগত শিক্ষার্থীগণ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]