সাজ্জাদ স্বদেশী, জেলা জেলা প্রতিনিধি: বাম গণতান্ত্রিক জোটের ডাকে সারাদেশের মতো শোষণ বৈষম্য বিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রার অংশ হিসেবে, আজ বেলা তিনটায় শরীয়তপুর জেলার নাগের পাড়া স্কুল এন্ড কলেজের মাঠে বাম গণতান্ত্রিক জোটের ব্যানারে শরীয়তপুর জেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা কমরেড আব্দুল আলী, নির্বাহী সভাপতি, এডভোকেট আনোয়ার রেজা, সম্পাদক মন্ডলীয় সদস্য, সিপিবি,বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নেতাকর্মী ও অ্যাডভোকেট বাবুল মোল্যা সাধারণ সম্পাদক, সুশান্ত ভাওয়াল, সাধারণ সম্পাদক সিপিবি শরীয়তপুর জেলা শাখা, রুবেল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি। সভাপতিত্ব করেন নুরুল হক ঢালী সভাপতি, সিপিবি, শরীয়তপুর জেলা শাখা সহ সিপিবির ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। কর্মী সমাবেশে বক্তারা সদ্য বিদায়ী ফ্যাসিস্ট সরকারের নানা অপকর্মের দ্রুত বিচার, জুলাই-আগষ্ট হত্যাকান্ডের দ্রুত বিচার ও অনতিবিলম্বে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি করেন।
এছাড়াও চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাম্প্রদায়িক সংঘাত, ভিন্নমতের অনুসারীদের উপর হামলার দ্রুত বিচার দাবি করা হয়। কর্মী সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি নাগের পাড়া বাজারে প্রবেশ করার সময় বিএনপি জামায়াত পরিচয়ে বাধা প্রদান করলে তাদের সাথে তর্ক-বিতর্ক ও সামান্য ধাক্কাধাক্কি হয়। এপর্যায়ে মিছিলটি নাগের পাড়া বাজারের শেষ মাথায় মাছ বাজারের কাছে আসলে তারা পূনরায় আরও লোকজন সমবেত হয়ে মিছিলে বাধা প্রদান করে এবং ব্যানার ছিড়ে ফেলে, ফেস্টুন ভেঙে ফেলে। হাতাহাতির কারণে বাম গণতান্ত্রিক জোটের কয়েকজন নেতা-কর্মী আহত হয়। বাধা প্রদানকারীরা এক পর্যায়ে উচ্চস্বরে বলেন,
বাংলাদেশে শুধু বিএনপি এবং জামায়াত ইসলাম মিছিল মিটিং করতে পারবে, আর কেউ পারবেনা।
এসময় তাদের কে অকথ্য ভাষায় গালাগাল করতেও শোনা যায়। এঘটনায় বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা অ্যাডভোকেট মোদাচ্ছের হোসেন বাবুল বলেন, আগে হামলা করত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ। এখন হামলা করে বিএনপি। শ্রমজীবী মেহনতী মানুষের কণ্ঠস্বরকে ভয় পায় বিএনপিসহ পুঁজিবাদীদলগুলো।তবে গোসাইরহাট উপজেলা বিএনপির সভাপতি তারেক আজিজ মোবারক ঢালী বলেন, যদি বিএনপির কেউ হামলা করে থাকে, তবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিয়ে গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম বলেন, নাগেরপাড়া বাজারে বাম গণতান্ত্রিক জোটের কর্মসূচি ছিল বলে আমি জানি। কিন্তু কর্মসূচির মিছিলে যে হামলা হয়েছে, এমন কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।