রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
শরীয়তপুর ভেদরগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন
তিনি বলেন, এ বছরের ডিসেম্বরে অথবা ২০২৪ সালের জানুয়ারীর প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সরকারের কাছে বাজেট সংকটের কারনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবকয়টি আসনে ইভিএমের মাধ্যমে নির্বাচন করা সম্ভব নয়। তবে আংশিকভাবে ইভিএমে ও বাকি আসনগুলোতে ব্যালটের মাধ্যমেই নির্বাচন অনুষ্ঠিত করার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। তিনি বলেন বর্তমান নির্বাচন কমিশন পূর্বের নির্বাচন কমিশনের মত বিতর্কীত হবে না। আর নির্বাচন কমিশন সাংবিধানিক অনুসারে সরাসরি সরকার প্রধানের সাথে যোগাযোগ করার কোন সুযোগ নেই। এই কমিশনের আমলে যে কয়টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা সুষ্ঠুভাবে অবাদ নিরপেক্ষ নির্বাচন হয়েছে।
এসময় তিনি আরো বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন ব্যালটে হলেও আমরা আশা করি কোন সহিংসতা ছাড়াই আমরা একটি অবাদ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো দেশের জনগনকে। জণগন নিজের পছন্দের যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য সংসদে পাঠাতে পারে সেই সুব্যবস্থা করবো। জনগনের উদ্দেশ্যে তিনি বলেন,আজকে স্মার্ট জাতীয় পরিচয় পত্র আপনারা স্কুল,ব্যাংক,বীমা সহ সকল সরকারি বেসরকারি সেবা অতি সহজে পাবেন। নতুন নর্বাচন কমিশনের অধীনে এগারো মাসে ইভিএমের মাধ্যমে সব কয়টি নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর বিভাগীয় (আঞ্চলিক) নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুকের সভাপতিত্বে স্মার্ট কার্ড বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান, শরীয়তপুর জেলা পুলিশ সুপার সাইফুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোড়ল ভেদরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বাহালুল খান বাহার সহ প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুর হোসেন খান জানান, এ উপজেলায় মোট এক লক্ষ ষাট হাজার স্মার্ট জাতীয় পরিচয় পত্র দেয়া হবে। আজকে আমাদের কমিশনার স্যার তার নিজ হাতে ৩০ জনকে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন করেন। বাকিদের পর্যায়ক্রমে দেয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.