রবিউল হাসান রাজিব, ফরিদপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায় এর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আজ মঙ্গলবার সকাল দশটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানটি হয়।এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আলিমুজ্জামান (বিপিএম সেবা), ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল, পৌর মেয়র অমিতাভ বোস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান মুরাদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান, সরকারী ইয়াসিন কলেজের অধ্যক্ষ শীলা রানী মন্ডল, আনসার কমান্ডার জাকিরা মাহমুদ প্রমুখ।এ সময় বক্তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করেন। তারা মুক্তিযুদ্ধের বিভীন্ন স্মৃতি নিদর্শন ও মুক্তিযোদ্ধাদের বিভিন্ন লেখা প্রাতিষ্ঠানিক ও পারিবারিকভাবে সংরক্ষণ করার কথা বলেন। আমাদের পরবর্তী প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে তার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের তাগিদ দেন।
৬ views