চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য প্রাথমিক বাছাইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম এসেছে।
সম্প্রতি শান্তিতে নোবেল পুরস্কারের জন্য সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি, পোপ ফ্রান্সিস, ব্রিটিশ পরিবেশ বিষয়ক টিভি সাংবাদিক ডেভিড অ্যাটেনবার্গ এবং বেলারুশের ভিন্নমতাবলম্বী নেতা সভেৎলানা সিনোস্কায়ার নাম রয়েছে।
নরওয়েজিয়ান আইন প্রণেতারা শান্তিতে নোবেল পুরস্কারের জন্য এই তালিকা করে। চলতি বছর মনোনীতদের তালিকায় আরও রয়েছেন জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলনরত গ্রেটা থুনবার্গ, মিয়ানমারে জান্তাবিরোধী জোট মিয়ানমার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট।
প্রথা অনুযায়ী নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তি নোবেলজয়ীদের নাম প্রকাশ করে, কিন্তু তারা তালিকার বিষয়ে কিছু জানায়নি। প্রায় ৫০ বছর ধরে পুরস্কার ঘোষণার আগে এই কমিটি পুরস্কারের জন্য মনোনীতদের নাম পরিচয় গোপন রেখে আসছে।
কিন্তু মনোনোয়নের কাজে সহায়তা করা নরওয়েজিয়ান আইনপ্রণেতারা কিছু কিছু নাম প্রকাশ করে থাকেন। সম্প্রতি বিশ্বব্যাপী আলোচিত বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে তারা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]