রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার-রংপুর মহানগর প্রশাসকের
মোঃ সাকিব চৌধুরী, রংপুর জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেছেন, মিঠাপুকুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন বদ্ধ পরিকর। কোনো ধরনের কারচুপির সুযোগ নেই।’ গতকাল শনিবার মিঠাপুকুর উপজেলা বেগম অডিটরিয়াম হলে নির্বাচন উপলক্ষে প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের নিয়ে আচরণ বিধি অবহিতকরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আপনারা সঠিক আচরণবিধি মেনে চলবেন। প্রশাসনের কাছ হতে সহযোগীতা পাবেন। কোন প্রকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করবেন না।প্রশাসন তা কঠোর হাতে দমন করবে।উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা। সভায় জেলা প্রশাসক আরও বলেন, ভোট কেন্দ্রের দ্বায়িত্বে যারা নিয়োজিত আছেন, সবাই সঠিকভাবে কাজ করলে নির্বাচন সুষ্ঠু হবে।’ নির্বাচনী আচরণবিধি ও নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি আহ্বান জানান।সভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলম, জেলা নির্বাচন অফিসার ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মধূসুধন রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান মৃধা, উপজেলা নির্বাচন অফিসার এমএ হান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম প্রমুখ। এর আগে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের নিয়ে পৃথকভাবে এক মতবিনিময় করেন। উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে উপজেলার ১৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.