বলিউডে এখনো নাম লেখাননি। স্রেফ সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়েই আলোচিত অমিতাভ বচ্চন-জয়া বচ্চনের নাতনি নব্যা নাভেলি নন্দা। এবার তিনি আলোচিত তাঁর পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নন্দা’ নিয়ে। সম্প্রতি তাঁর অনুষ্ঠানে এসে প্রেম, বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন তাঁর নানি জয়া বচ্চন।নন্দার পডকাস্টে হাজির হয়েছিলেন তাঁর মা শ্বেতা বচ্চন ও নানি জয়া বচ্চন। ২৯ অক্টোবর প্রচার হয় ‘মডার্ন লাভ: রোমান্স অ্যান্ড রিগ্রেটস’ শিরোনামে পডকাস্টের নতুন পর্বটি। যেখানে জয়া কথা বলেন সম্পর্কের ক্ষেত্রে শারীরিক আকর্ষণ কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে।জয়া বলেন, ‘আমার মুখে এমন কথা শুনে হয়তো অনেকে প্রশ্ন তুলবেন কিন্তু এটাও ঠিক, শারীরিক আকর্ষণ ও বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সময় যা করতে পারতাম না, এখনকার ছেলেমেয়েরা তা করছে, করবেই বা না কেন?’
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]