রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
শার্শা সীমান্তে ৮ কেজি স্বর্ণেরবারসহ আটক দুই
বুধবার (২৫ জানুয়ারি ) শার্শা উপজেলার পাঁচ কায়বা সীমান্তের ১৭/৭ এস এর ২০ আর পি হতে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাঁচ কায়বা গ্রামের একটি আম বাগান থেকে স্বর্নসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের দেবেন মোড়লের ছেলে শফিকুল ইসলাম (২৯) ও চাঁদপুর জেলার কচুয়া থানার বটদৈল গ্রামের মৃত রতন প্রধানের ছেলে হান্নান প্রাধান।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ জানান, আমার তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শার কায়বা সীমান্তের একটি আম বাগানে ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি'র নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে সাদা রঙের একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
পরে প্রাইভেটকারটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে মিটার বক্সের ভিতর থেকে ৭০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৮ কেজি ১৬৩ গ্রাম। এবং বাজার মূল্য সাড়ে ৬ কোটি টাকা।
তিনি আরও বলেন, আটক স্বর্ন পাচারকারীদের শার্শা থানায় এবং স্বর্নের বার কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.