1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

শাহজাদপুরে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

সেলিম রেজা (সিরাজগঞ্জ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
সেলিম রেজা (সিরাজগঞ্জ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শাহজাদপুর কর্মরত সাংবাদিকবৃন্দ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে এ বিক্ষোভ মিছিলটি শাহজাদপুুর প্রেস ক্লাব চত্বর থেকে বের হয়ে থানা চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে ভিকটিম মাইটিভি’র শাহজাদপুর প্রতিনিধি জাকারিয়া মাহমুদ বাদী হয়ে রাইয়ান লোদী, আব্দুল মজিদের নাম উল্লেখ করে অজ্ঞাতানামা আরও ৫/৬ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন,অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে শাহজাদপুর পৌর এলাকার ডাকবাংলোপাড়া মহল্লাস্থ পিস ল্যাব এন্ড হসপিটালে সিজারকালে অপচিকিৎসায় খুশি খাতুনের নবজাতক শিশুর মৃত্যু ঘটে। এ সংবাদ পেয়ে মাই টিভি’র শাহজাদপুর প্রতিনিধি জাকারিয়া মাহমুদসহ কয়েকজন সংবাদকর্মী তথ্য সংগ্রহের জন্য পিসল্যাব এন্ড হসপিটালে গেলে হসপিটালের স্বত্বাধিকারী আব্দুল মজিদের ভাড়াটিয়া বাহিনী রাইয়ান লোদীর নেতৃত্বে অজ্ঞাতনামা ৫/৬ জন সন্ত্রাসী সাংবাদিকদের পেশাগত কাজে বাঁধা প্রদান করে। এ সময় মাই টিভি’র প্রতিনিধি জাকারিয়া মাহমুদ প্রতিবাদ করলে রাইয়ান লোদীর নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী জাকারিয়া মাহমুদের ওপর হামলা চালিয়ে শারীরীকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাব শাহজাদপুরে জরুরী সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব শাহজাদপুরের সভাপতি আতাউর রহমান পিন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, লাইফ হাসান চৌধুরী (ইত্তেফাক), কোরবান আলী লাভলু (সমকাল), মামুন রানা (বাংলাদেশ সময়), আব্দুল কুদ্দুস (ভোরের কাগজ), ফরিদ আহমেদ চঞ্চল (আজকের পত্রিকা), শফিকুল ইসলাম পলাশ (দোলন চাঁপা) প্রমূখ। অন্যদিকে, এদিন দুপুরে শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত অপর প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আবুল কাশেম (নয়াদিগন্ত), সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির (জনকন্ঠ), এমএ জাফর লিটন (যায়াযায় দিন) হাসানুজ্জামান তুহিন (প্রতিদিনের সংবাদ), আল আমিন হোসেন (দিনকাল), শামছুর রহমান শিশির (এ যুগেরদীপ), জহুরুল ইসলাম (আমার সংবাদ), সাগর বসাক (মানবজমিন) মণিরুল গণি চৌধুরী শুভ্র (প্রান্তিক সংবাদ), ফারুক হাসান কাহার (ডেইলি বাংলাদেশ), আবুল হাসনাত টিটো ( এশিয়া বাণী) রাসেল সরকার (বাংলাদেশ বুলেটিন), নিজাম উদ্দিন (দৈনিক বগুড়া), নয়ন আলী (সময়ের আলো), জাহিদ হাসান (বণিকবার্তা), আরিফুল ইসলাম  ( ডেল্টা টাইমস) প্রমূখ। সভা শেষে শাহজাদপুর প্রেস ক্লাব ও প্রেস ক্লাব শাহজাদপুরের সাংবাদিকেরা যৌথভাবে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদসভায় সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে প্রশাসনকে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেয়া হয়।এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
Facebook Comments
০ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি