হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত একটি বিমানের ভেতর থেকে ৯০টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম। জব্দকৃত ৯০টি স্বর্ণের বারের ওজন প্রায় ১০ কেজি। যার বাজারমূল্য সাত কোটি ৩০ লাখ টাকা।
এ ব্যাপারে শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তর জানায়, বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে আসা স্বর্ণ পাচার করা হয় ভারতে। বিমানের কেউ এর সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশে প্রতিবছর স্বর্ণের চাহিদা ২০-২৪ টন থাকলেও ২০২০-২১ অর্থবছরে স্বর্ণ এসেছে ৩৬ টন। চলতি অর্থবছরে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৪৩.৫৫ কেজি স্বর্ণ। যার বাজারমূল্য ১০৩ কোটি টাকা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]