ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতালি থেকে আসা এক প্রবাসীর ব্যাগ থেকে তিন কেজি ৭০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮৪ লাখ টাকা।
এ সময় আমরানুল হক নামে ওই প্রবাসীকে গ্রেফতার করা হয়। তিনি ইতালিয়ান পাসপোর্টধারী। বাংলাদেশে তার স্থানীয় ঠিকানা নরসিংদীর রায়পুরায়।
আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে আমরানুল হক ইতালি থেকে একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। ইমিগ্রেশন শেষে গ্রীন চ্যানেল অতিক্রমকালে তার সঙ্গে থাকা লাগেজ স্ক্যানিং করা হয়। এ সময় তার ব্যাগের ভেতর স্বর্ণের অস্তিত্বের ইমেজ পাওয়া যায়।
সানোয়ারুল কবীর বলেন, বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে আমরানুল হকের ব্যাগে থাকা পাত আকৃতির ৭ পিস ও পিণ্ড আকৃতির ১০ পিস স্বর্ণ জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে স্বর্ণ আনার অভিযোগে যাত্রীকে গ্রেফতার করা হয়। অবৈধভাবে আনা স্বর্ণের ওজন তিন কেজি ৭০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮৪ লাখ টাকা।
আমরানুল হকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় কাস্টমস আইনে একটি মামলা করা হয়েছে বলেও তিনি জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]