শাহাজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের দল ‘সাইনটক’ আন্তর্জাতিক স্বাস্থ্যবিষয়ক প্রতিযোগিতা ‘গ্লোবাল হেলথ টেকনোলজিস ডিজাইন কমপিটিশন ২০২৫’–এ অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। আগামী ১০-১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের হিউস্টনের রাইস ইউনিভার্সিটিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তবে আর্থিক সংকটে ওই প্রতিযোগিতায় ‘সাইনটক’ দলের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। দলটির সদস্যরা জানান, প্রতিযোগিতার আয়োজক কর্তৃপক্ষ থাকা-খাওয়ার ব্যবস্থা করবে, তবে যাতায়াত ও অন্যান্য খরচ নিজেদের বহন করতে হবে।
সাইনটক দলের সদস্যরা হলেন গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব আহমেদ, তৃতীয় বর্ষের সুস্মিতা জাহান, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইরফান নাফিজ, শিল্প উৎপাদন ও প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুদ্র সরকার।
ওই শিক্ষার্থীরা জানান, বিশ্বের বিভিন্ন দেশের শত শত আবেদন থেকে মাত্র ২৪টি দল চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছে। বাংলাদেশ থেকে সাইনটকসহ বুয়েটের আরও দুটি দল অংশ নেবে। তবে প্রতিযোগিতায় অংশ নিতে অর্থসংকটে পড়েছেন সাইনটকের সদস্যরা। প্রতিযোগিতার আয়োজকেরা দলটির থাকা-খাওয়ার ব্যবস্থা করলেও যাতায়াত ও অন্যান্য খরচ নিজেদের বহন করতে হবে। এতে প্রায় ১২ লাখ টাকা প্রয়োজন। কিন্তু সাইনটক দলের পক্ষে তা বহন করা সম্ভব নয়। এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি তাঁদের সহায়তায় এগিয়ে আসেননি।
Notifications