মিহির রঞ্জন বিশ্বাস, খুলনা জেলা প্রতিনিধি:খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী‘ডড়ৎশংযড়ঢ় ড়হ চৎড়লবপঃ গধহধমবসবহঃ’শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টায় বিশ^বিদ্যালয়ের অডিটরিয়ামে ওয়ার্কশপের উদ্বোধনীঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, “শিক্ষকতা পেশাঅন্য যে কোন পেশার থেকে মহৎ। একজন শিক্ষক নৈতিকতার বিরুদ্ধে কাজকরবে, এটা মেনে নেওয়া যায়না।”শিক্ষকদেও উদ্দেশ্যে তিনি আরো বলেন, “নিজেকে তৈরী করতে হবে, নিজেকে গড়ে তুলতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে। আর্থিক স্বচ্ছতা, সময়ানুবর্তিতা এবং গতিশীলতা থাকলে যে কোন প্রজেক্টে সফলতা সম্ভব। ”বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. সোবহানমিয়া।
ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ও ঢাকা বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকনোমিক্স এর প্রফেসর ড. সৈয়দ আব্দুল হামিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের আইকিউএসি’র ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায়। ওয়ার্কশপে বিশ^বিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউট এর শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।