শিক্ষকদের কাছ থেকে জনপ্রতি ৫০০ টাকা চাঁদা নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের ছেলের বউভাত অনুষ্ঠানে সোনার আংটি, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিন উপহার দেওয়া হয়েছে। গতকাল রোববার কুড়িগ্রামের তিন উপজেলার ২৬৫টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে বউভাত অনুষ্ঠানে অংশ নিয়ে তাঁরা এসব উপহার দেন।
শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর একমাত্র ছেলে সাফায়েত বিন জাকির সৌরভের বৌভাতের অনুষ্ঠানে অংশ নিতে কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো ছুটি দিয়ে শিক্ষকেরা গতকাল রৌমারী শহরে প্রতিমন্ত্রীর বাড়িতে যান। ওই তিনটি উপজেলার ২৬৫টি প্রাথমিক বিদ্যালয় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। প্রধান শিক্ষকদের সংরক্ষিত ছুটি থেকে এই ছুটি দেওয়া হয় বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তারা। তিনটি উপজেলার মোট ১ হাজার ৩০০ জন শিক্ষক বউভাত অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। এ জন্য তাঁদের বাধ্যতামূলক দিতে হয়েছে জনপ্রতি ৫০০ টাকা চাঁদা। সেই টাকায় নববধূ ও বরের জন্য সোনার আংটি, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিন উপহার দেওয়া হয়েছে। বউভাত অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষকদের সঙ্গে তিনটি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।