মোঃ রুবেল আহমেদ, বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল:
দ্রুত বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ শিক্ষার্থীর আয়োজনে মঙ্গলবার (২৫শে মে) বেলা ১১টায় গোপালপুর থানা চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র মো. শামীম আল মামুন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র মো. ফয়সাল আহমেদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র মো. শাহিন আলম, করটিয়া সরকারি সা'দত কলেজ পড়ুয়া ছাত্র মো. আশিক হাসান, প্রমুখ।
[caption id="attachment_19750" align="aligncenter" width="720"] ছবিটি ফেসবুক থেকে সংগৃহীত ও প্রতিকী[/caption]
ছাত্রদের দাবি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে ছাত্ররা বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে, মোবাইল গেমস খেলায় আসক্ত হচ্ছে, কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় শিক্ষামন্ত্রীর কাছে বিশেষ আবেদন অতিশীঘ্রই সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]