রশিদুর রহমান রানা শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধি:
” বন্ধ হোক নারী নির্যাতন-নিশ্চিত হোক দেশের উন্নয়ন ” এ স্লোগান কে সামনে রেখে সারাদেশের ন্যায় শিবগঞ্জ সদর ইউনিয়নে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৭ অক্টোবর) শিবগঞ্জ উপজেলার ১৩ টি বিট পুলিশিং কার্যক্রমে শিবগঞ্জ থানা পুলিশ সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী এ সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেছেন।
শিবগঞ্জ সদর ইউনিয়ন তারই ধারাবাহিকতায় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উক্ত বিটের দায়িত্ব প্রাপ্ত অফিসার মোহাম্মদ আলী। আরো বক্তব্য রাখেন ইউনিয়নের বিটের দায়িত্ব প্রাপ্ত এএসআই আফজাল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছার রহমান,বিট পুলিশিং সভাপতি আবু জাফর মন্ডল। বিট পুলিশিং সাধারন সম্পাদক মোঃ শাহিনুর ইসলামের সঞ্চালনে এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাফিউল সরকার, ইউপি সদস্য চুন্নু মিয়া সহ ইউপি সদস্য বৃন্দ, সুশীল সমাজ, শিক্ষকগণ,সাংবাদিক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তরা বলেন, একটি দেশ বা জাতি তার সমাজের অর্ধেক অংশ নারীকে থামিয়ে দিয়ে উন্নত হতে পারে না। নারীকে যত্ন করে, তাদের মনে সাহস দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। নারীকে,তার কাজের সম্মান জানাতে হবে। এসময় বক্তারা ধর্ষণের কারন হিসাবে সামাজিক অবক্ষয়, নীতি নৈতিকতা, ধর্মীয় অনুশাসন না মেনে চলাকেও দায়ী করেন।