মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মাওয়া ঘাটে বাস ভাড়া নিয়ে নৈরাজ্য ঈদের নয় দিন পরেও থামেনি। ঈদের ৯ দিন পরেও মাওয়া হতে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে ৮০ টাকার ভাড়া যাত্রীদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে শুধু তা টিকেট মুদ্রণ করে কাউন্টার বসিয়ে এই ভাড়া আদায় করা হচ্ছে। যাত্রীদের অভিযোগ তাদের কাঙ্ক্ষিত ভাড়া দিতে না চাইলে যাত্রীদের সাথে বাস কন্ডাক্টর দুর্ব্যবহার করছে। এমনকি মাঝপথে যাত্রীদের নামিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। এ ব্যাপারে দুই দিন আগে উপজেলা নির্বাহী অফিসারের সাথে নিয়মিত যাত্রীরা কথা বললে তিনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও আজ পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। প্রসঙ্গত ইলিশ পরিবহন ঢাকা টু যাত্রাবাড়ী ৮৫ টাকা রেগুলার ভাড়া, শরিয়তপুর পরিবহন ৮০ টাকা রেগুলার ভাড়া।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]