শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধিঃ নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজারের চাউল পট্টি রোডে মেসার্স সাজিদ এন্টারপ্রাইজ এলপিজি গ্যাসের দোকানে চুরির সাথে জড়িত সজীব ও রহিম নামের দু’জনকে মটরসাইকেলসহ নগরীর ফুলবাড়ীগেট এলাকা থেকে আটক করেছে খানজাহান আলী থানা পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদেরকে সনাক্ত করে পুলিশ, আটককৃতদের কাছে থেকে পাঁচ হাজার টাকা, একটি স্ক্রু ড্রাইভার ও আটটি চাবী উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে খানজাহান আলী থানায় একটি মামলা হয়েছে(মামলা নং ১৪ তাং ৩০/৮/২১)।মামলার এজাহার সুত্রে ও বাদী শিরোমণি বাজারের মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. গাউজার হোসেন মিয়া জানায়, গত ৪ আগস্ট দুপুর ২টায় দোকান বন্ধ করে শিরোমণি বাজার থেকে শষা কিনে বাসার উদ্দেশ্যে রওনা দেই। দুপুর ২ টা ১০ মিনিটের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দোকানের দর্জা খোলা দেখে দোকানের মধ্যে প্রবেশ করে দেখি ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে ক্যাশে থাকা ৭৮ হাজার টাকা কে বা কারা নিয়ে গেছে। বিষয়টি খানজাহান আলী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ পার্শবর্তি একটি সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করে। সিসি ক্যামেরার ফুটেজে পুলিশ দুই যুবককে দোকানের সামনে ঘোরাঘুরি করতে দেখে। এদের মধ্যে একজন দোকানের মধ্যে প্রবেশ করে অপরজন দোকানের সামনে পাহারায় থাকে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে, এস আই লুৎফুল হায়দার তাঁর বিচক্ষন বুদ্ধিমত্মায় গতকাল সোমবার দুপুর ১টায় ফুলবাড়ীগেট পুলিশ বক্সের সামনে থেকে মো. সজিব হাওলাদার রাজিব(২০) ও মো. আব্দুর রহিম(২২)কে একটি মটরসাইকেলসহ আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার টাকা, একটি স্ক্রু ড্রাইভার ও ৮টি চাবী উদ্ধার করে পুলিশ। গাউজার হোসেন মিয়া আরো জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তারা ৭২ হাজার টাকা চুরির কথা স্বীকার করেছে। আটককৃত সজিব হাওলাদার খুলনার রুপসা থানার আইচগাতী গ্রামের কালামের বাড়ীর ভাড়াটিয়া এবং আব্দুর রহিম সোনাডাঙ্গা থানার আদর্শ গলীর পারভীনের বাড়ীর ভাড়াটিয়া বলে পুলিশ জানিয়েছে। খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস দু’জন আটকের কথা স্বীকার করেছে।