ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ ঐতিহ্যবাহী শিরোমণি হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মহসেন জুট মিলের টানা ৩৫ বছরের ইমাম বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্জ মৌলভী শেখ আব্দুস ছালাম(৮৮) ইন্তেকাল করেছেন(ইন্নানিল্লাহি রাজিউন)। তিনি অসুস্থ জনিতকারণে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে শেখ আব্দুস ছালাম স্ত্রী, ৫ পুত্র ও ৩ কন্যা সন্তান সহ অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছেন। গতকাল সোমবার সকাল ১১টায় মরহুম শেখ আব্দুস ছালামের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিরোমণি হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে জানাযা শেষে মাদ্রাসার কবরস্থানে তাকে দাফন করা হয়।জানাযায় খুলনা আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, খুলনা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্জ মো. সালেহ ছাহেব, বরুনা মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুর রহমান, ছরছীনা খুলনা জেলার মুহতামিম মাওলানা ইউসুফ ছাহেব, মাওলানা মঞ্জুরুল হাসান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান গাউসুল আযম হাদী, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, থানা আওয়ামী লীগ নেতা শেখ আব্বাস আলী, শেখ ফজলুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সোবহান মোড়ল, ইউপি সদস্য মো. বিল্লাল হোসেন, নবীরুল ইসলাম রাজা, আলহাজ্জ আল আমিন, মাওলানা তাইজুল ইসলামসহএলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। জানাযার ইমামনি করেন হাফেজ আবু জ¦র।উল্লেখ্য শিরোমণি হাফেজিয়া মাদ্রাসাটি ১৯৫৯ তিনি সহ এলাকার কয়েকজনে মিলে মাত্র ২০/২৫জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করেন। বর্তমানে ঐহিত্যবাহী এই মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা প্রায় এক হাজারের মতো। মরহুম শেখ আ. ছালাম সাত বার পবিত্র হজ্জ পালন করেন এছাড়া তিনি এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]