ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন ১ নং আটরা গিলাতলা ইউনিয়নের শিরোমনি পূর্ব পাড়ার ৭ নম্বর ওয়ার্ডের খুলনা যশোর মহাসড়কের পার্শ্বে বসবাসরত ২’শ পরিবারের সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। একটু বৃষ্টি হলেই এক হাঁটু পানিতে তলিয়ে যায় বসবাসরত ঘরবাড়ি। দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর অতিবাহিত হলেও এ ভোগান্তি যেন দেখার কেউ নেই। নেই কোন পানি নিষ্কাশনের ড্রেনের সুব্যবস্থা। বৃষ্টির মৌসুমে হাঁটুপানির ভিতরেই দিনাতিপাত করতে হয় ভুক্তভোগী সাধারণ মানুষের। সর্বোপরি পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন শিরোমনি বিসিকের পশ্চিম পাশে খুলনা-যশোর মহাসড়কের পাশ দিয়ে একটি ড্রেন থাকলেও তার উপর অবৈধভাবে অসাধু ব্যবসায়ীদের স্থাপনা গড়ে ওঠায় পানি নিষ্কাশনের বাধাগ্রস্ত হচ্ছে। তাই ভুক্তভোগী এবং এলাকাবাসীর দাবি অতি দ্রুত খুলনা যশোর মহাসড়ক শিরোমনি বাজার তেতুলতলা থেকে লিন্ডা ক্লিনিক পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন তৈরি হলে এবং রাস্তার পূর্ব পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বড় ড্রেনটি পরিস্কার করে ভৈরব নদীর সঙ্গে সংযুক্ত করে দিলে ভুক্তভোগী ইউনিয়নের সাধারন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতো। এ ব্যাপারে ভুক্তভোগী এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]