রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
শীতলক্ষ্যায় পানিতে ডুবে ১২ বছরের শিশুর মৃত্যু!
মো:মুক্তাদির হোসেন,কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মঙ্গলবার বার দুপুর আনুমানিক এক থেকে দুই টার দিকে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের শীতলক্ষ্যা নদীতে পড়ে মোঃ রায়হান শেখ (১২) মারা গেছে। শিশুর পিতার নাম মোহাম্মদ হুমায়ুন শেখ।তাহার বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা গ্রামে।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী নরসিংদী জেলার পলাশ থানার পলাশ বাজারে একটি দোকানে কাজ করতো রায়হান। কাজ শেষে দুপুরের দিকে বাড়িতে ফেরার পথে তিন বন্ধু হাসিব, লাবিব, রায়হান নৌকা দিয়ে নদী পারাপারের সময় নৌকাটি তীর এর কাছাকাছি আসলে গোসল করতে তিন বন্ধু নদীতে লাফ দেয়।
লাবিব ও হাসিব সাঁতরে তীরে উঠে যায় কিন্তু রায়হান ফিরে আসতে ব্যর্থ হয়। পিছনে তাকিয়ে দেখে রায়হান পানির নিচে তলিয়ে যাচ্ছে। হাসিব ও লাবিব তীরে থাকা নৌকায় উঠে তাড়াতাড়ি রায়হান কে বাঁচাতে গেলে রায়হান পানির নিচে ডুবে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন, পলাশ থানার ফায়ার সার্ভিসে খবর দেয়। পলাশ থানার ফায়ার সার্ভিস টঙ্গী থেকে ডুবুরি এনে উদ্ধারকাজ চালায়। সন্ধ্যা ছয়টার সময় ফায়ার সার্ভিসের ডুবুরি দল পলাশ ফেরত চলে যায় । পরবর্তীতে স্থানীয় জেলেরা তাদের জাল এবং বড়শির মাধ্যমে উদ্ধারকাজ চলমান রাখে। ০৬টা ১৫-২০ এর সময় জেলেদের সহায়তায় রায়হানের লাশটি উদ্ধারেরপর তার বাড়িতে নিয়ে আসা হয়।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনিসুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.