আব্দুল জলিল মিয়া, সাভার (আশুলিয়া).ঢাকাঃ আশুলিয়া ইউনিয়ন এর বিভিন্ন এলাকার বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন মানবিক নেতা নামে পরিচিত গরিবের বন্ধু মোঃ রাজু আহমেদ। রবিবার (৩০ জানুয়ারি) বিকালে আশুলিয়া ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে রাজু আহমেদ এর নিজস্ব অর্থায়নে উপহার এসব কম্বল বিতরণ করা হয়। এসময় কম্বল নিতে আসা মানুষের সাথে আলাপকালে তারা বলেন, রাতে শীতের কারণে যখন ঘুম আসছিল না, তখন আমাদের কাছে কম্বল বিতরণের খবর নিয়ে হাজির হন রাজু আহমেদ ভাই এর লোকজন। আজ আমাদের মাঝে কম্বল দেয়ায় রাজু আহমেদ ভাই এর কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ উনার ও উনার পরিবারের মঙ্গল করবেন।
কম্বল পেয়ে খুবই খুশি আবদুল করিম। তিনি রাতের বেলায় রিকশা চালান। গায়ে কোনরকমে একটা পুরোনো সোয়েটার ছিলো। রাজু আহমেদ ভাই যখন আমার গায়ে কম্বল জড়িয়ে দিলো তখন খুব ভালো লাগলো। তিনি বলেন, এর আগে আমাদের জন্য আগে কেউ এইভাবে খুঁজে খুঁজে বয়স্ক মানুষের পাশে দাঁড়াননি। রাজু ভাই যে কম্বল দিয়ে গেলেন, তা কোনদিন ভুলব না। এসময় বিশিষ্ট শিল্পপতি ও মানবিক নেতা মোঃ রাজু আহমেদ বলেন, এই শীতে আশুলিয়া ইউনিয়ন এর একটি মানুষও শীতে কষ্ট পাবে না, এর জন্য আমি নির্বাচনের আগে প্রায় ৭ হাজার কম্বল শীতার্ত মানুষের মাঝে উপহার হিসেবে বিতরণ করি। আর তারি ধারাবাহিকতায় আজ তিন শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়। এ সময় হয়ে যাওয়া গত আশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজু আহমেদ বলেন আমি মনে করি আশুলিয়া ইউনিয়ন এর শতকরা 70% লোক আমাকে তাদের ভোট প্রদান করেন। কিন্তু অতি দুঃখের বিষয় যে কিছু অসৎ, অসাধু ও অপশক্তির কাছে হেরে যাই যা ইতিমধ্যে আপনারা বিভিন্ন জাতীয় পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখেছেন।