মো: খায়রুল ইসলাম নরসিংদী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালকে জাতি আজীবন স্মরণ রাখবে। ক্রীড়াঙ্গন, মুক্তিযোদ্ধা, সামরিক বাহিনীতেও তাঁর রয়েছে ব্যাপক অবদান। শেখ কামালের প্রতিষ্ঠিত ক্রীড়া সংগঠন আবাহনী ক্রীড়া চক্র বিশ্বব্যাপী প্রশংসিত।আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশে উপজেলা চত্বরে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। ঘোড়াশাল পৌরমেয়র শরীফুল হকও পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সিলভিয়া স্নিগ্ধা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. নাসিরউদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোজ্জামেল হক মন্টু, ইউপি চেয়ারম্যানগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সৈয়দ জাবেদ হোসেন আরো বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য পুত্র শেখ কামালের হাত ধরে স্বাধীন বাংলাদেশে আধুনিক ফুটবলের যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের খেলাধুলার প্রসারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করেছেন তিনি। খেলাধুলার প্রতি প্রচন্ড আবেগ থেকে আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করে বাংলাদেশে ফুটবল জাগরণের ইতিহাস রচনা করেন শেখ কামাল । তিনি নিজেও ছিলেন একজন কৃতি ক্রীড়াবিদ। খেলতেন ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল আর ভলিবল।শুধু খেলাধুলা নয়-সঙ্গীত, বিতর্ক, অভিনয়, উপস্থিত বক্তৃতা থেকে শুরু করে কোথায় ছিলেন না শেখ কামাল? সাংস্কৃতিক অঙ্গনেও ছিল শেখ কামাল সফল পদচারণা। ‘স্পন্দন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাংলা গানে সৃষ্টি করেছিলেন নতুন এক ধারা। বলা যেতে পারে, বাংলাদেশে পপ সঙ্গীতের সূচনা হয়েছিল শেখ কামালের হাত ধরে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]