বিল্লাল হোসেন সোহাগ, শেরপুর প্রতিনিধি:সীমান্তবর্তী শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় থেকে ১টি বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। ২ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা গজনী বিটের বেড়বেড়ি এলাকা থেকে বন বিভাগের কর্মকর্তারা মৃত হাতিটি উদ্ধার করেন। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে মৃত্যুর প্রকৃত কারন উদ্ধারের আশ্বাস দিয়েছেন।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কয়েকজন আদিবাসী ঝিনাইগাতী উপজেলার বেড়বেড়ি এলাকায় একটি বন্য হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি বন বিভাগকে জানানোর পর সন্ধ্যায় রাংটিয়া রেঞ্জের গজনী বিটের বন কর্মকর্তারা হাতিটি উদ্ধার করেন। মৃত হাতিটির পেট ফুলে গেছে এবং শরীর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে বলে জানা যায়।
এব্যাপারে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ বলেন, উদ্ধারকৃত হাতিটির মৃত্যুর প্রকৃত কারন জানতে ময়নাতদন্ত করা হবে। মাদি হাতিটির বয়স আনুমানিক সাত থেকে আট বছর হবে বলেও তিনি জানান।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ বলেন, আগামীকাল হাতিটির ময়নাতদন্ত করা হবে। এতেই মৃত্যুর কারন জানা যাবে। তার পর নিয়মানুযায়ী মৃত হাতিটিকে মাটিতে পুতে ফেলা হবে ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]