বিল্লাল হোসেন সোহাগ, শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।নিহত মাদ্রাসা শিক্ষার্থীর নাম তৌহিদ (১৩)। সে সদর উপজেলার সুলতানপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাকের পুত্র এবং স্থানীয় মদিনাতুল উলুম নুরানী মাদ্রাসার ছাত্র। ৫ জুন রবিবার সকাল ৭টার দিকে মদিনাতুল উলুম নুরানী মাদরাসার চালে কাঁঠাল পাড়তে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে , ৫ জুন সকাল ৭ টার দিকে মদিনাতুল উলুম নুরানী মাদ্রাসার ছাত্র তৌহিদ কাঁঠাল পাড়ার জন্য মাদ্রাসার টিনের ঘরের চালে উঠে । এসময় চালের উপর দিয়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তার হাতের স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং সেখানেই মৃত্যুবরণ করে। পরে মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীদের চিৎকারে লোকজন জড়ো হলে লোকজনের সহায়তায় মরদেহ নিচে নামানো হয় ।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর আহাম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা দুর্ঘটনার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]