এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলো। তার স্বাভাবিক চলাফেরায় কষ্ট হতো। আজ সকালে তার দিনমজুর বাবা অন্যের জমিতে কাজ করার জন্য চলে যায় এবং তার মা কৃষি কাজের জন্য মাঠে থাকার সে একা একা সবার অগোচরে বাড়ির পিছনের বাঁশঝাড়ের কাছে গর্তের পানিতে পড়ে ডুবে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম শিশুটি পানিতে ডুবে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি প্রতিবন্ধী ছিলো। বাড়ি ফাঁকা থাকা অবস্থায় মেয়েটি পানিতে ডুবে গেলে সেখানে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, এ ব্যাপারে শ্রীবরদী থানা পুলিশের সাথে কথা হয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে বলেও তিনি জানান।