রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২২ এপ্রিল ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২ | ২৩ শাওয়াল ১৪৪৬
শেরপুরে এক ফিলিং স্টেশনকে ১ লক্ষ টাকা জরিমানা
বিল্লাল হোসেন সোহাগ, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযন পরিচালনা করে জ্বালানি তেলের পরিমাপে কারচুপি করার অভিযোগে এক ফিলিং স্টেশন কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।১০ আগস্ট বুধবার দুপুরে মমিনবাগ সার্ভিস স্টেশনকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।ভোক্তা অধিকারের তথ্যমতে, পেট্রোল ও অকটেন পরিমাপে কমে বিক্রি করছে এমন অভিযোগের প্রেক্ষিতে শেরপুর শহরের মমিনবাগ সার্ভিস স্টেশনে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এসময় অভিযোগ সত্য প্রমাণিত হলে ওই স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে তাদের তেল বিক্রিতে সঠিক মাপ দিয়ে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।অভিযান চলাকালে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।শেরপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক রুবেল আহম্মেদ জানান, জনস্বার্থে এরকম অভিযান চলমান থাকবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.