বিল্লাল হোসেন সোহাগ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে এরশাদ মিয়া (১৪) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৪ জুন শনিবার ভোরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের মধ্য রানীশিমুল গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মৃত এরশাদ মিয়া ওই গ্রামের জনৈক সামিউল হকের ছেলে।
জানা যায়, কয়েকদিন থেকে এরশাদ ও তার বড় ভাই জিয়াউল হকের মধ্যে পারিবারিক দন্দ্ব চলছিলো। এরই জের ধরে শুক্রবার দিবাগত রাতে আবারো কথা কাটাকাটি হয়। সে ওই রাতের কোন এক সময়ে ঘরের পাশে এক গাছের ডালে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে। ভোর রাতে পরিবারের লোকজন তাকে গাছের ডালে ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের মা শান্তি খাতুন জানান, ওদের দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে অভিমান করে এরশাদ আলী সবার অজান্তে গলায় রশি বেঁধে গাছের ডালের সাথে ঝুলে আত্মহত্যা করে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস। তিনি বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঘটনার ব্যাপারে রানীশিমুল ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান সোহাগ বলেন, আমি ঘটনাটা শুনেছি। তবে পুলিশ লাশ উদ্ধার করে আইনগত প্রদক্ষেপ নিয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]