রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
শেরপুরে জুতার দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট
ঘটনা অনুসন্ধানে জানা যায়, চরবাছুর আলগা গ্ৰামের একদল দুর্বৃত্ত জুতার শিবলু মিয়ার দোকানে এসে। সেখানে জুতা ক্রয়কে কেন্দ্র করে তর্ক বিতর্ক শুরু হয়। পরে তারা তাদের এলাকা থেকে একদল লোক এনে জুতার দোকানে হামলা করে। এসময় জুতা ব্যবসায়ী শিবলু ও আমজাদ আলী আহত হয়। এ ঘটনায় শিবলু গুরুতর আহত হওয়ায় প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠায়। এর পর দোকান মালিকের ভাই আমজাদ আলী নকলা চন্দ্রকোনা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। এর পর পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক তদন্তে নামে। এর পর থেকেই আসামীরা পলাতক আছেন।
এ ঘটনায় শিবলু সুজ এন্ড ফ্যাশন এর মালিক শিবলু জানান, জুতা ফেরত দেয়া নিয়ে প্রথমে আমার তার সাথে কথা কাটাকাটি হয়। এরপরে তারা অনেক লোকজন নিয়ে হামলা করে আমার দোকান থেকে নগদ তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং তাদের হামলা এবং ভাঙচুরে আমার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আসামিদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি বিধায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি এখনো আমাদের তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা প্রেরক: বিল্লাল হোসেন সোহাগ, শেরপুর প্রতিনিধি, মোবাইল: ০১৭৯৩৫৮১১৬৮, তারিখ: ১২/১২/২২ ইং।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.