রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৬ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ১৫ এপ্রিল ২০২৫ | ২ বৈশাখ ১৪৩২ | ১৬ শাওয়াল ১৪৪৬
শেরপুরে প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ
অভিযোগ সূত্রে জানা যায়, জেলার শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের নামাপাড়া এলাকার কৃষক আইয়ুব আলী সাময়িক ভাবে সেচ মিটার বন্ধ করার আবেদন করেন। কিন্তু প্রকৌশলী আব্দুল মমিন ওই আইডি ব্যবহার করে অবৈধভাবে টাকার বিনিময়ে একই উপজেলার তাতিহাটি ইউনিয়নের ছনকান্দা গ্ৰামের মনি মিয়া নামের একজন গ্ৰাহকের কাছে বিক্রি করে দেন বলে জানান কৃষক আইয়ুব আলী।যার(গ্ৰাহক আইডি নং-৭২৫৩১২৯৩)
কৃষক আইয়ুব আলী বলেন, আমি বিদ্যুৎ অফিসে আমার সেচ লাইন সাময়িক বন্ধের জন্য আবেদন করি। এখন আমি আবার লাইন নিতে চায়। কিন্তু বিদ্যুৎ অফিস থেকে বলে আমার লাইন নাকি এখন আর দিবে না। আমার লাইন উনারা বিক্রি করে ফেলেছে। আমি এর সঠিক বিচার চাই।
তাছাড়া, কুড়িকাহনীয়া ইউনিয়নের সজীব মিয়া বলেন, ছয় মাস পূর্বে ইন্দিলপুর নলিয়ারপাড় গ্রামের ট্রান্সফরমার টি বিকল হয়। বিকল ট্রান্সফরমারটি পূর্ণ স্থাপনে জন্য ১৫ হাজার টাকা দাবি করে পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে টাকা কমানোর জন্য আকুতি জানালে প্রকৌশলী আব্দুল মোমিন ১০ হাজার টাকা দিতে বলে। বিষয়টি আমি আমার মোবাইল ফোনে কল রেকর্ড করি। আমি এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে, শ্রীবরদী পিডিবি'র আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন বলেন,একজনের মিটার অন্যের কাছে বিক্রি করার বিষয়ে গ্রাহকদের সাথে কথা বলে সমাধান করবো। এছাড়া টাকা চাওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.