
বিল্লাল হোসেন সোহাগ, শেরপুর প্রতিনিধি:শেরপুরে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ দিবস পালিত হয়েছে। ১৬ জুলাই শনিবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। কামারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামসুন্নাহার কামাল, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব খুরশেদ আলম ইয়াকুব, জেলা যুবলীগ নেতা আব্দুল মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর দীর্ঘ ১১ মাস কারাভোগের ঘটনা বর্ণনা করেন এবং গ্রেফতারের সময় জাতীর উদ্দেশ্যে লেখা চিঠি পড়ে শুনান।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। এছাড়াও এর পূর্বে নেত্রীর সুস্থতা কামনা করে ৩টি কুরআন খতম দেয়া হয়।