বিল্লাল হোসেন সোহাগ, শেরপুর প্রতিনিধি: বাজুস কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক চন্দন কুমার ঘোষকে অভিনন্দন এবং শেরপুর বাজুস এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের মুন্সিবাজারস্থ শহীদ বুলবুল সড়কস্থ শহীদ আব্দুর রশিদ মোমোরিয়াল একাডেমির হলরুমে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শেরপুর বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহজাহান মিয়া।
এ মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাজুস কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর জুয়েলারী ব্যবসাকে বাংলাদেশের রোল মডেল করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন। সেইসাথে তিনি বাজুসের সকল সদস্য বা ব্যবসায়ীকে এক ছাতার নিচে এনে বাজুস এবং সকল জুয়েলারী ব্যবসায়ীকে সুসংগঠিত গড়ে তুলতে চায়। তিনি দেশের সকল বিভাগে গোল্ড ব্যাংক করবেন। দেশের সকল স্বর্ণ শিল্পীদের আরো ভালো প্রশিক্ষিত করে তাদের দ্বারা স্বর্ণের অলংকার তৈরী করে বিদেশে রফতানি করার পরিকল্পনা নিয়েছেন। ছড়া যেসব ব্যবসায়ী নানা ভাবে হয়রানীর শিকার হচ্ছ তাদের বিষয়েও খুব দ্রুত ব্যবস্থা নিবেন।
এসময় অন্যান্য অতিথি ছিলেন বাজুস ময়মনসিংহ জেলা শাখার সহ সভাপতি সিতানাথ কর্মকার, সহ সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু ও এমবএ কায়ুম আহাম্মেদ, নির্বাহী সদস্য গোপাল দাস, তিলক সরকার ও গোপাল পাল।
এসময় বাজুস জেলা শাখার সাধারণ সম্পাদক সুশীল মালাকর, বাজুস নেতা রফিক মজিদ, আফজাল হোসেনসহ জেলার অন্যান্য উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং বিভিন্ন স্তরের জুয়েলারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]