বিল্লাল হোসেন সোহাগ, শেরপুর প্রতিনিধি:শেরপুর জেলায় বীর মুক্তিযোদ্ধাদের জীবিত ২৪ জন পিতা-মাতারকে ঈদ উপহার দিয়েছেন পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন।
৩০ এপ্রিল শনিবার সকালে শেরপুর পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটনের চেম্বারে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম হিরু, প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, শ্রীবরদী উপজেলার সাবেক কমান্ডার মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন বলেন, সম্প্রতি জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধাদের জীবিত পিতা-মাতাদেরকে সংবর্ধনা দেয়া হলে আমি সিদ্ধান্ত নেই পৌর সভার পক্ষ থেকে ওই সব বীর মাতা-পিতাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবো। তারই ধারাবাহিকতায় আমি এ গুরু দায়িত্ব পালন করলাম আজ।
এ বিষয়ে সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু বলেন, পৌর মেয়রের আজকের এ ঈদ উপহার দেয়ায় আমরা বেশ আনন্দিত। আমরা আশা করছি তার এ শুভেচ্ছা ধারা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধাদের জীবিত ২৪ জন পিতা-মাতার মধ্যে ৪ জন পিতা এবং ২০ মাতা শাড়ী, লুঙ্গী ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]