বিল্লাল হোসেন সোহাগ, শেরপুর প্রতিনিধি: "বাংলাদেশের সীমান্তবর্তী ৩২ জেলার মাদক পাচারের চিত্র এবং পাচার মোকাবেলায় সমন্বিত কৌশল নির্ধারণ" বিষয়ক শেরপুর জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হলরুমে স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর আয়োজনে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালায় প্রধান অতিতি ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।
স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক স্বাধীন চৌধুরীর সভাপতিত্ব এসময় অন্যান্য অতিধি ছিলেন সমাজসেবিকা রাজিয়া সামাদ, সিনিয়র শিক্ষক নাসরিন সুলতানা, মাদক পরিদর্শক এনামূল হক।
এসময় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. শওকত হোসেন, পৌর কাউন্সিলর ইদ্রিস আলী গেন্দাকুল, সংরক্ষিত কাউন্সিলর নাজমা আক্তার, সাংবাদিক রফিক মজিদ, বিপ্লব দে কেটু প্রমূখ।
কর্মশালায় মাদক পাচারের চিত্র চিহৃিতকরণ ও এর রোধে নানা কৌশল নিয়ে আলোচনা করা হয়।
এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্টেপস্ কর্মকর্তা এবং সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]