হাইকোর্ট বিভাগের রিট পিটিশন আদেশ প্রতিপালনার্থে ১৫ জুন অনুষ্ঠিতব্য টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ও ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি মারফত জানা যায়, হেমনগর ও ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নাজমা সুলতানা জানান, হাইকোর্টের আদেশে এ দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।
তফসিল অনুযায়ী উপজেলার এই দুটি ইউনিয়নে আগামীকাল বুধবার (১৫ই জুন) ভোট গ্রহণের কথা ছিল।
জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, গোপালপুরের হেমনগর ইউনিয়নের সীমানাসংক্রান্ত জটিলতা নিয়ে এক ব্যক্তি উচ্চ আদালতে রিট করেন। ওই রিটের শুনানিতে ইউনিয়ন নির্বাচন স্থগিতের আদেশ দেন আদালত। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন হেমনগর ও ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে।
এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জেলা নির্বাচন অফিস।