মোঃ আতিকুর রহমান শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
শৈলকুপায় গড়াই নদীর অবিরাম ভাঙনে ঝুঁকিতে এলাকাবাসী । সেই সঙ্গে বদলে যাচ্ছে নদীপাড় এলাকা এবং হুমকির মধ্যে পড়েছে প্রায় ২০ কিলোমিটার বেঁড়িবাধ। ইতোমধ্যে নদী ভাঙনের কবলে পড়েছে উপজেলার সারুটিয়া, হাকিমপুর ও ধলহরাচন্দ্র ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের শত শত মানুষ। নদীগর্ভে সবকিছু হারিয়ে অনেকেই এখন নিঃস্ব।সরেজমিন দেখা যায়, বড় ধরনের ঝুঁকিতে রয়েছেন সারুটিয়া ইউনিয়নের বড়ুরিয়া থেকে কৃষ্ণনগর, হাকিমপুর ইউনিয়নের মাদলা, খুলুমবাড়িয়া, ধলহরাচন্দ্র ইউনিয়নের কাশিনাথপুর, মাজদিয়া, উলুবাড়িয়া, নতুনভুক্ত মালিথিয়া ও লাঙ্গলবাঁধ বাজার। দীর্ঘদিন ধরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কার না হওয়ায় ফাটল ধরে তা নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এ ছাড়া হুমকিতে পড়েছে এসব এলাকার অনেক ঘরবাড়ি ও ফসলি জমি। দুই যুগ ধরে একে-একে গড়াই নদী ভাঙনের কবলে পড়ে বদলে গেছে উপজেলার তিন ইউনিয়নের বড় একটি অংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বড়ুরিয়া- কৃষ্ণনগর, খুলুমবাড়ি, মাদলা, কাশিনাথপুর ও লাঙ্গলবাঁধ। ভিটেবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে কেউ কেউ আশ্রয় নিয়েছেন পাউবোর প্রধান সেচ খালের ধারে। কেউবা ভূমিহীন হিসেবে আশ্রয় নিয়েছেন জেগে ওঠা চরে।এ বছর বর্ষার পানি বাড়াতে আবার দেখা দিয়েছে গড়াই নদী ভাঙনের ভয়াল রূপ। নদীগর্ভে ভিটে-মাটি চাষাবাদের জমি ও সহায়-সম্বল হারানো গৃহহীনরা অতিসত্বর বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে নদী ভাঙন রুখতে সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।এ ব্যাপারে ঝিনাইদহ পাউবো নির্বাহী প্রকৌশলী জানান, আমরা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। ইতোমধ্যে কিছু কাজও শুরু করেছি পর্যায়ক্রমে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২৬ views