রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ১৮ নভেম্বর ২০২৪ | ৩ অগ্রহায়ণ ১৪৩১ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
শৈলকুপায় অগ্নিকান্ডে ৭টি পরিবারের ১৩টি ঘর পুড়ে ছাই
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় অগ্নিকান্ডে ৭টি পরিবারের বসতঘরসহ ১৩ টি ঘর পুড়ে ছাই হয়েছে। পুড়েছে ঘরে রাখা কৃষিপণ্য ও কয়েক লক্ষ নগদ অর্থ। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১১ নং আবাইপুর ইউনিয়নের আবাইপুর গ্রামে ঘটে। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানা যায়।
শৈলকুপা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রাকিবুল ইসলাম বলেন, দুপুর সোয়া ১২টার দিকে তারা সংবাদ পান আবাইপুর গ্রামের অগ্নিকান্ডের।
ঘটনাস্থলে পৌছে প্রায় ২ ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। ঘটনাস্থলে পৌছার আগেই রান্নু বিশ্বাস, রেজাউল বিশ্বাস, মিঠু বিশ্বাস, শ্রীমতি খাতুন, গরিবুল্লাহ, সাকা শেখ ও জোৎসা খাতুনের বসতঘরসহ ১৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে তিনি জানান। আগুনে ক্ষতিগ্রস্থদের ঘরের কৃষিপণ্য, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ছাই হয়েছে। এছাড়া ১৫ লক্ষ টাকার ক্ষতির কথা ফায়ার সার্ভিস জানালেও ক্ষতিগ্রস্থ্য রান্নু ও রেজাউল বলেন, এ অগ্নিকান্ডে তাদের ২৫/৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তারা মাথা গোজার ঠাই পর্যন্ত হারিয়েছেন বলে জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.