মোঃ আতিকুর রহমান শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
করোনা মহামারীকালীন স্বেচ্ছাসেবী সংগঠন “করোনা স্কোয়াড” এর উদ্যোগে ঝিনাইদহের শৈলকুপায় ফ্রি ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভাটই মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন করোনা স্কোয়াড এর উদ্যোগে ফ্রি করোনা টিকা রেজিষ্ট্রেশন এর কার্যক্রম শুরু হয়েছে। ২ আগস্ট সোমবার বেলা ১১ টায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি স্বাস্থ্যবিধি মেনে এ উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাবুদ্দিন সাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, ইয়ুথ সোসাইটির প্রধান মুহিব জোয়ার্দার, করোনা স্কোয়াড প্রতিষ্ঠাতা হীরক মুশফিক প্রমুখ। অনাড়ম্বর অনুষ্ঠানে বক্তারা করোনা প্রতিরোধে টিকা গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন। এছাড়া গত বছরের মার্চ মাস থেকে করোনা প্রতিরোধে লাগাতার স্বেচ্ছাসেবা দিয়ে মানুষের পাশে থাকায় করোনা স্কোয়াড এর সকল সদস্যদের ধন্যবাদ দেন বক্তারা। করোনা টিকা গ্রহণের অনলাইন রেজিষ্ট্রেশন প্রতিদিন বিকাল ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত চলবে। সাধারণ মানুষের সেবায় করোনা স্কোয়াড এর এ কার্যক্রম প্রথম ধাপে ৭ আগস্ট পর্যন্ত চলমান থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
২২ views