রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
শৈলকুপায় হাফেজ রোকন হত্যার ৫ আসামির আত্মসমর্পণ
মোঃ ইনছান আলী,জেলা প্রতিনিধি ঝিনাইদহ,দৈনিক শিরোমনিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের শিক্ষার্থী হাফেজ রোকনুজ্জামান (২০) হত্যা মামলায় ৫ আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার বিকালে ৬ আসামীর মধ্যে ৫ জন ঝিনাইদহের একটি আদালতে আত্মসমর্পণ করেন। শৈলকূপা সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম খবরের সত্যতা নিশ্চত করেন। আত্মসমর্পণকারী আসামীররা হলেন, সিরাজুল ইসলাম (শিলু), বাদশা মোল্লা, কিবরিয়া, তুর্কি, ও জিল্লুর রহমান। পুলিশ জানায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গত ২৮ মার্চ চাচাতো ভাই সিরাজুল ইসলাম শিলুর ছুরিকাঘাতে রোকন গুরুতর আহত হন হাফেজ রোকন। তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রোকনের পিতা আব্দুর রশিদ মোল্লা বাদী হয়ে ৬ জনের নামে মামলা করেন। মামলার পর থেকে আসামীরা পলাতক ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.