আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে আব্দুর রহিম নামে সাজাপ্রাপ্ত এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(৯ই ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে কৈখালী ইউনিয়নের বোশখালি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক আব্দুর রহিম শ্যামনগর উপজেলা কৈখালী ইউপি চেয়ারম্যান এবং জয়াখালী গ্রামের শেখ আবু দাউদের পুত্র।শ্যামনগর থানার এসআই নূর কামালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ, এস, আই মেহেদী হাসান, কনস্টেবল মনির ও রিপন কে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে।
এ সময় চেয়ারম্যান আবদুর রহিমের লোকজন পুলিশের উপর হামলা করে। এক পুলিশ সদস্য আহত অবস্থায় শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, পুলিশ সদস্য রিপন গুরুতর আহত হয় শ্যামনগর হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে ভর্তি রয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, তার হাতে গুরুতর জখম রয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আব্দুর রহিমের বিরুদ্ধে দশটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সাজাপ্রাপ্ত ৬ টা ও ৪ টি ওয়ারেন্টভুক্ত।
তাকে সাতক্ষীরা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।