রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২ | ২৬ শাওয়াল ১৪৪৬
শ্যামাসুন্দরী খাল সংস্কার,পুনরুজ্জীবন ও সচল রাখার বিষয়ে পর্যালোচনা সভা
মোঃ সাকিব চৌধুরী, রংপুর জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ শ্যামাসুন্দরী খাল সংস্কার, পুনরুজ্জীবন ও সচল রাখার বিষয়ে নিয়োগকৃত পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক কাজের অগ্রগতির পর্যালোচনা সভায় মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর সদর দপ্তরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুঞা সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।এ সময় আরও বক্তব্য রাখেন- রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আব্দুল আলীম মাহামুদ, রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মোঃ আহসান হাবীব, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন, রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোঃ নাজমুল হুদা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, রংপুর সেনাবাহিনীর প্রতিনিধি মোঃ আশরাফুল আলম, জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ আমজাদ হোসেন, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আজম আলী ও ডিকন ডিজান্ট স্টুডিও’র স্থপতি আবু আনাছ ফয়সাল।সভায় শ্যামাসুন্দরী খাল সংস্কার, পুনরুজ্জীবন ও সচল রাখার বিষয়ে নিয়োগকৃত পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক কাজের সার্বিক অগ্রগতি নিয়ে ব্যাপক পর্যালোচনা করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.