মিনহাজ উদ্দিন, বিশেষ প্রতিনিধি: গাজীপুর শ্রীপুরের কাওরাইদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও লাল সবুজ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ পরিষদ প্রতিষ্ঠাতা সভাপতি এ এম স্বপন মাহমুদ এর সভাপতিত্বে ২১ ফেব্রুয়ারি শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত হয় । লাল সবুজ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম শাহরিয়ার কবির বলেন, ২১ ফেব্রুয়ারি, ভাষা আন্দোলনের শহীদ দিবস, আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় দিন। এই দিনে আমরা মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারীদের স্মরণ করি এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি। একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনার প্রতীক। এই দিনটি আমাদের ভাষা, সংস্কৃতি ও স্বাধীনতার জন্য আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। ভাষা আন্দোলনের শহীদরা আমাদের জন্য যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আমাদের সর্বদা অনুপ্রাণিত করে। তাদের আত্মত্যাগ আমাদের ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করতে উৎসাহিত করে। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ায় বাংলা ভাষার মর্যাদা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে। এই অর্জন আমাদের জন্য গর্বের। “আমাদের মাতৃভাষা বাংলা, এবং এই ভাষার উন্নয়ন ও প্রসার আমাদের সকলের দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করি। “একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, এটি আমাদের চেতনা, আমাদের অস্তিত্বের অংশ। এই চেতনাকে আমরা সবসময় ধরে রাখব।” এখানে উপস্থিত ছিলেন কাওরাইদ ইউনিয়ন বাপতা ৮নং ওয়ার্ড সিনিয়র সহ সভাপতি – আলাল উদ্দিন বেপারী, ও বাপতা ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক – নুরুল ইসলাম, ও বাপতা ৮নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা – আতাহোর রহমান আতা, বাপতা ৮নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য – গাফফার মন্ডল, এবং বাপতা ৮নং ওয়ার্ড সদস্য – মফিজ উদ্দিন, এবং বাপতা ৮নং ওয়ার্ড যুব দল সম্মানিত সদস্য – দুলাল মিয়া, এবং লাল সবুজ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি – মানিক পাঠান, ও লাল সবুজ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক – আশিক মিয়া, ও লাল সবুজ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ পরিষদের ক্রিয়া সম্পাদক – কাওসার আহমেদ ।