রাকিবুল হাসান, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার (১০ জানুয়ারী) দুপুর ১২টায় এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপাধ্যক্ষ নূরুন্নবী আকন্দের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আবু বাক্কার ছিদ্দিক আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ পিয়ারা নার্গিস।
বক্তব্য দেন ইতিহাস বিভাগের প্রধান হাবিবুর রহমান মৃধা, সমাজকর্ম বিভাগের প্রধান তায়েব হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান নুরুল আলম জুয়েল, ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের প্রধান খন্দকার মাহমুদুল হাসান, মার্কেটিং বিভাগের প্রধান কামাল হোসেন, উচ্চ মাধ্যমিক মানবিক শ্রেণীর শিক্ষার্থী স্কাউটার সুমাইয়া আক্তার প্রমূখ।
বক্তারা কাব্যের আকার, ছন্দের প্রকৃতি ও গদ্যের রূপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের নানামুখী কর্মকান্ড তুলে ধরেন। তারা এ দিনে বর্তমান সরকারের নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহন কর্মসুচীকে স্বাগত জানান। একই সাথে গাজীপুর-৩ (শ্রীপুর-পিরুজালী-ভাওয়ালগড়-মির্জা