রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
শ্রীপুরে অগ্নিদগ্ধ শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
গাজীপুর প্রতিনিধি রাকিব হাসান আকন্দ দৈনিক শিরোমণিঃ গাজীপুরের শ্রীপুরে চড়ুইভাতি খেলতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে সাত দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শিশু উম্মে মাকতুমা আক্তার (৯) মৃত্যু হয়েছে। সে তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য সাইটালিয়া গ্রামের মনিরুজ্জামান মানিকের মেয়ে। সোমবার (৩১ জানুয়ারী) সকালে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়। শিশুটির বাবা বিষয়টি নিশ্টিত করেছেন।নিহত শিশুর বাবা মানিক জানান, শিশু মাকতুমা স্থানীয় সাইটেলিয়া দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার মাদ্রাসা বন্ধ থাকায় গত ২৩ জানুয়ারি দুপুরে সে তার কয়েকজন সহপাঠিকে নিয়ে বাড়ির পাশে চড়ুইভাতির খেলছিল। এসময় অসাবধানতাবশত রান্নার চুলা থেকে তার শরীরে আগুন লেগে যায়। পরে শিশুর কান্না শুনে স্বজনেরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার্ড করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শিশু উম্মে মাকতুমা আক্তার মারা যায়। আগুনে তার শরীরের ২৪ শতাংশ পুড়ে গিয়েছিল।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.