রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
শ্রীপুরে ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা
গাজীপুর প্রতিনিধি:রাকিব হাসান আকন্দ : গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগ কর্মী নয়ন শেখকে (২৫) প্রকাশ্যে পিটিয়ে হত্যার
ঘটনায় আসামী বিপ্লবকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৫) জানুয়ারী
সন্ধ্যায় উপজেলার কাওরাইদ থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১ গাজীপুর
পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম গ্রেফতারের সত্যতা
নিশ্চিত করেছেন। ওই দিন রাত সাড়ে ১০টায় র্যাব গ্রেফতারকৃত আসামীকে
শ্রীপুর থানায় সোপর্দ করেছে।
গ্রেফতার বিপ্লব উপজেলার কাওওরাইদ গ্রামের নারায়ন পাগলার ছেলে। সে ছাত্রলীগ
কর্মী নয়ন হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামী। ঘটনার পর থেকে সে পলাতক
ছিল। র্যাব তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পলাতক আসামীর অবস্থান নিশ্চিত হয়ে
অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) গোলাম সারোয়ার জানান, উপজেলার
কাওরাইদে ছাত্রলীগ কর্মী নয়ন শেখ হত্যা মামলার আসামী বিপ্লবকে রবিবার (১৬
জানুয়ারী) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহষ্পতিবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় বেলদিয়া গ্রামের মৃত আব্দুল
কাদিরের ছেলে ছাত্রলীগ কর্মী নয়ন শেখকে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের
পেছনে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই রতন শেখ
বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮/১০ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায়
একটি মামলা দায়ের করে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.