ডেপুটি হেড অব মিশন থিজ উডস্ট্রা (ঞযরলং ডড়ঁফংঃৎধ) বলেন, টিউলিপ ফুল রপ্তানীযোগ্য। এটি রপ্তানী করে প্রচুর পরিমাণে বৈদিশেক মুদ্রা অর্জন করা সম্ভব। এটি ভিয়েতনাম, চায়না, থাইল্যান্ডসহ প্রতিবেশী দেশে রপ্তানী করা সম্ভব।
টিউলিপের উদ্যোক্তা কেওয়াচালা গ্রামের দেলোয়ার হোসেন বলেন, নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন থিজ উডস্ট্রা আগেই জানতেন তিনি চার বছর যাবত টিউলিপ ফুলের চাষ করে আসছেন। মূলত: তার দেশের ফুলের ফলন দেখতে এবং এ বিষয়ে খোঁজ খবর নিতে নেদারল্যান্ডসের ওই কর্মকর্তা বাগান পরিদর্শন করতে আসেন। ওই কর্মকর্তা বাগান সম্প্রসারণে তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। এসময় বাগানের দর্শণার্থী ও সরকারের বিভিন্ন সেক্টরের কর্মকর্তাদের উপস্থিতি দেখে খুশি হন।