গাজীপুর প্রতিনিধি রাকিব হাসান আকন্দ দৈনিক শিরোমনিঃগাজীপুরে শ্রীপুর উপজেলার কেওয়া আকন্দবাড়ী দরবেশ আহাদ আলী আকন্দ (রহঃ)এর পবিত্র ৮৫তম ওরশ মোবারক ও ভক্ত-আওলাদগণের মিলন উৎসব বুধবার থেকে শুরু হয়েছে। তিনদিনব্যাপী এ আয়োজন চলবে শুক্রবার রাত পর্যন্ত।দরবেশ আহাদ আলী আকন্দের আওলাদ, মাজার কমিটির প্রধান উপদেষ্টা ও গাউছে জামান সৈয়দ সফিউল বশর মাইজভান্ডারীর খলীফা শাহসুফী মাওলানা মো. নূরুজ্জামান আকন্দ মাইজভান্ডারী (রহঃ) জানান, দরবেশ আহাদ আলী আকন্দ (রহঃ) প্রায় দেড়’শ বছর আগে থেকে ত্বরিকা প্রচারের কাজ শুরু করেন। সাধারণ মানুষকে আহলে বাইয়াতের পথ দেখাতে তিনি দেশের প্রত্যন্ত এলাকা সফর করেন। বিপথগামী মানুষকে মহান রাব্বুল আলামীন ও রাসুল (সাঃ) এর নির্দেশিত পথ ও মতের দিকে ডেকে আনায় আজও তিনি একজন অলীয়ে কামেল হিসেবে মোমেনের মনে অমর হয়ে রয়েছেন। গত ৮৪ বছর যাবত এ দিনটিতে তাঁর আওলাদ ও ভক্তবৃন্দের মিলন মেলা নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে।দ্বীনি খেদমতে দরবেশ আহাদ আলী আকন্দ (রহঃ) এর প্রথম ছেলে ও খলীফা মুক্তিযুদ্ধে শহীদ মৌলভী মো. সাদির আকন্দ (রহঃ) এর আওলাদ হিসেবে মো. নূরুজ্জামান আকন্দ মাইজভান্ডারী (রহঃ) মাইজভান্ডারী ত্বরিকায় দীক্ষা নিয়ে তিনিও দ্বীনের খেদমতে নিয়োজিত রয়েছেন।মাজার কমিটির সভাপতি ও শহীদ মৌলভী মো. সাদির আকন্দ (রহঃ) এর তৃতীয় ছেলে আলহাজ¦ নুরুল হুদা আকন্দ বলেন, তিনদিনের এ আয়োজনে রয়েছে পবিত্র কোরআন খতম, কোরআনও সুন্নাহর আলোকে বয়ান, ক্বিয়ামসহ মিলাদ-মাহফিল, হামদ-নাত-ছামা এবং জিকির আসগার। দরবারের গদিনিশীন দরবেশ আহাদ আলী আকন্দ (রহঃ) এর কনিষ্ঠ পুত্র পীরজাদা আলহাজ¦ আবুল কাশেম আকন্দ।দরবার এলাকা পরিদর্শন করে দেখা গেছে, ইতোমধ্যে ওরশ মাহফিল ও মিলন মেলাকে কেন্দ্র করে কুটির শিল্প, দোকানপাট, হোটেল রেস্তঁরা মালিকগণ নানা ধরণের পণ্যের পসরা সাজিয়েছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]