রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
শ্রীপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
শনিবার (০৪ মার্চ) বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্ধোধন করেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি।শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এ.কে.এম আকিতকুর রহমানের সঞ্চালনায় প্রদর্শনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান। বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: উকিল উদ্দিন আহমেদ, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রণয় কুমার দাস, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, গাজীপুর জেলা ডেইরী এসাসিয়েশনের সভাপতি আকরাম হোসেন বাদশা, সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনআর রশীদ ফরিদ, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতর সভাপতি আনিছুর রহমান শামীম, সাধারণ সম্পাদক সেলিম শেখ।
প্রদর্শনীতে প্রাণিসম্পদ দপ্তরের সকল কর্মকর্তা, উপজেলার বিভিন্ন এলাকার খামারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের আগে প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা, বিভিন্ন র্পায়ের খামারি ও অতিথিরা।
প্রাণি প্রদর্শনীতে ৪০টি স্টল বিভিন্ন জাতের গাভী, ষাঁড়, ছাগল, কবুতর, পাখি, ভেড়াসহ বিভিন্ন ধরনের প্রাণি প্রদর্শন ছিল। অনুষ্ঠানে ৪০ জন সফল খামারীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.