গাজীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ গাজীপুরের শ্রীপুরে পৃথক দুর্ঘটনায় স্কুল ক্ষিার্থীসহ দুইজন নিহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত ব্যাটারীচালিত অটোরিক্সা ও সিএনজিচালিত অটোরিক্সার চালককে আটক করেছে।নিহতরা হলেন নেত্রকোণা জেলার কলমাকান্দা থানার বিরিশিরি গ্রামের আবুল কাশেমের ছেলে গণি মিয়া (৩৮) ও শ্রীপুরের গুতারবাজার এলাকার আসাদুল্লাহর ছেলে স্কুল শিক্ষার্থী মনির হোসেন (১১)।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, বৃহষ্পতিবার বিকেল তিনটার দিকে মাওনা চৌরাস্তায় মাওনা-শ্রীপুর সড়কে তিনজন মোটরসাইকেল আরোহী একটি ট্রাক অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার সাথে ধাক্কা লেগে সিটকে ট্রাকের নিচে পড়ে যায়। এসময় মোটরসাইকেল চালকের মাথা ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। প্রত্যক্ষদর্শীরা দুই আরোহীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।একই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মালেক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বৃহষ্পতিবার সকাল সাড়ে আটটার দিকে শ্রীপুরের জৈনাবাজার-কালমেঘা সড়কের গুতার বাজার এলাকায় সড়কের পাশে হাঁটার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় মনির হোসেন (১১) নামে এক স্কুল শিক্ষার্থী আহত হয়। পরে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে স্থানীয় নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এলাকার সিএনজিসহ চালক ও মালিক দুলাল মিয়াকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে।
১১ views